Sunday, November 1, 2020

বিরহের চার লাইন

শিকেতেই তোলা ছিল স্মৃতি সব, দড়িদড়া
এতকাল পরে তাতে কেন দিলে জোর নাড়া,
ভুলে যাওয়া সুতো ধরে কেন তুমি টান দিলে?
আমারে কান্দায়া তুমি নিজেও তো কান্দিলে।

-----------------------------------------------------

দূরে আছি জানো যদি মোর তরে কান্দিও
কাছে যবে পাও তবে কিছু নয় রান্ধিও
ভালো যদি বাসো সখী ঠিকঠাক মন দিও
না পারো তাহাও যদি অন্তত ফোন দিও।

No comments:

Post a Comment