ছোট্টো সোনা চুপটি
ছোট্ট সোনা দোহাই সোনা চুপটি করে রও না
তোমার জন্য আনবে বাবা কথা কওয়া ময়না
ময়না যদি চুপ করে রয়, না গায় যদি গানটি
আনবে বাবা বাজার থেকে আনবে হীরার আংটি
যদি দেখি সেও একটা ঠুনকো নকল গয়না
যায় আসে না আনবে বাবা একটা নতুন আয়না
সেটাও যদি পড়ে ভাঙ্গে টুকরো কয়েকখানা
আনবে বাবা কিনে একটা রামছাগলের ছানা
দুষ্টু ছাগল নাই বা খেলুক দেয় যদি বা আড়ি
এঁড়ে বলদ আনবে বাবা সাথে জোতা গাড়ি
চলতে গাড়ি গড়িয়ে কাত উল্টে আকু-পাকু
আনবে বাবা ছোট্টো কুকুর, নাম দেব তার 'ডাকু'
ডাকু'ও যদি চুপ করে রয় মুখটি কালো হাড়ি
ঠিকই বাবা কিনেই দেবে একটা ঘোড়ার গাড়ি
ঘোড়ার গাড়ি নাই বা চলুক দাড়িয়ে থাকুক মিছে
তোমার মত লক্ষ্মী পাড়ায় তবুও কি আর আছে
Hush Little Baby, Hush
Hush, little baby don't say a word
Papa's gonna buy you a mocking bird
And if that mocking bird don't sing
Papa's gonna buy you a diamond ring
And if that diamond ring is brass
Papa's gonna buy you a looking glass
And if that looking glass gets broke
Papa's gonna buy you a billy goat
And if that billy goat don't pull
Papa's gonna buy you a cart and bull
And if that cart and bull turn over
Papa's gonna buy you a dog called Rover
And if that dog called Rover don't bark
Papa's gonna buy you a horse and cart
And if that horse and cart turn round
You'll still be the sweetest little babe in town
No comments:
Post a Comment