Wednesday, September 8, 2021

তুলসীদাস

অনুবাদ

----------------------------------------------------------
যো যাকো শরণ লিয়ে
সো তাকো রাখে লাজ।
উলট্‌ জলে মছলি চলে
ভাসি যাওয়ে গজরাজ।


-----------------------------------------------------
দীনহীন মাগে যাহার পরম আশ্রয়
যথাকালে তিনিই ভোলান সর্ব কষ্ট-ভয়
নদীর ঢলে পরাক্রান্ত হস্তী এমন সেও অসহায়
উল্টো-স্রোতে মাছের সাঁতার অবাধ তাঁহার লীলায়।
 

No comments:

Post a Comment