Tuesday, March 5, 2013

রাজাকার

রাজাকার


পাকিস্তানের দশটি ছেলে দশটি রাজাকার
ট্রাইবুনালে চলছে বিচার চলছে চমৎকার

পালের গোদা গোলাম আজম ফাঁসি হয় হয়
লেজ গুটিয়ে হাসপাতালে, রইল বাকি নয়।

রায় হয়েছে সাইদী খুনি তৈরী ফাঁসিকাঠ
চাঁদে গিয়েও নিস্তার নেই থাকল মোটে আট।

আঙ্গুল তোলো যত খুশি যতই দেখাও হাত
কাদের কসাই আপিল হবে রইবে কেবল সাত।

জ্বালাও পোড়াও লাভ হবেনা আর দেখিয়ে ভয়
ঝুলতে হবেই নিযামী সাহেব আরও রইল ছয়।

ঝুলতে হবে সাকা তোমার নোংরা কথার প্যাঁচ
থাকবেনা সেও আর রবেনা বাকি হাতের পাঁচ।

পালাবে কোথায়? কার আঁচলে? বাচ্চু রাজাকার?
শেষমেষ সেই গলায় দড়ি রইল বাকি চার
আসল বলে ঘনিয়ে এলো মুজাহিদির ফাঁসির দিন
রাজাকারের নাম কাটা সব রইল আরো তিন।

চড়বে ফাঁসি সব রাজাকার তাইরে নাইরে নাই
ঝুলল এবার কামরুজ্জামান রইল জেলে দুই।

রাজাকারের কাঁপুনি দ্যাখ, দ্যাখরে তোরা দ্যাখ
আলীম খুনির গলায় দড়ি রইল বাকি এক।

একটা বাকি তৈরি ফাঁসি আলবদরের কাশেম আলি
দশটি ছেলের দশটি ঝোলে পাকিস্তানের বুকটা খালি।

আর পারিনা আর কত সয় কুত্তার ঘেউ ঘেউ
রাজাকারের বিচার হবে, রইবে না আর কেউ।

------------------------------------
মার্চ ০৪, ২০১৩

No comments:

Post a Comment