সব শালা কবি হবে
ইচ্ছে ছিল কবিতা লিখে নাম করব খানিক
ব্যারাক থেকে উড়ে এলো কোথাকার এক বণিক
দেশটা বেচার ফাকে ফাকে পদ্য লেখায় শরিক
বাঁশটা আমার মারল লিখে ছন্দবিহীন লিরিক।
(১৯৮৬ থেকে ১৯৮৮’র মধ্যে লেখা। দেশে তখন
স্বৈরাচারী এরশাদের কৃষ্ণকাল। সব কিছু নষ্ট করে হাত দিল কবির সবচেয়ে অন্তর্গত
বিষয়ে – কবিতায়।)
No comments:
Post a Comment