Wednesday, March 27, 2013

নির্বাচন ১৯৮৬


নির্বাচন ১৯৮৬

বাংলাদেশটা হয়ে গেছে
কেমন যেন উটের মতন
যখন তখন ঘাড়ের উপর
লাফিয়ে পড়ে নির্বাচন,
চাই বা না চাই কি আসে যায়
যেমন তাদের খুশি তেমন
দাড়িয়ে গেলেও দাড়াতে পারো
মিলতে পারে মানিক রতন।

দেশটা এখন বিরাট মিছিল
মিরপুর হয়ে মাহুতটুলি
খবর শুনি সেই মিছিলে
ঝাকে ঝাকে চলছে গুলি,
প্রতিদিনই মাটির পরে
লুটিয়ে পড়ে মাথার খুলি
একটুও ভাই মুখ খুলোনা
শক্ত করে বাঁধো ঠুলি।

ঢাকা শহর বনে গেছে
স্বৈরাচারের মক্কা
বন্দুকবাজ মাঠে নেমে
সবাইকে দেয় টেক্কা,
জ্যান্ত মানুষ তুলে নিয়ে
হাকায় কেবল ছক্কা
চোখটা স্রেফ বুজেই রাখো
দেখবে সবই ফাক্কা।

চারিদিকেই দাড়িয়ে গেছে
মস্তবড় জেলখানা
ইছে হলেই ঢুকতে পারো
কেউ করেনা মানা,
কিছুই বেশী করবার নেই
শুধু শ্লোগান কয়েকখানা
চুপটি করে ঢুকে পড়
পড়বে পিঠে দানা।

সারাদেশে চলছে এখন
রঙ্গমঞ্চে অভিনয়
কার আগে তেল কে মাখাবেন
তর তো নাহি সয়,
মিথ্যেকথার বানের তোড়ে
দেশ হল নয় ছয়
টিভিটা শুধু চালিয়ে দেখো
নষ্টামিরই জয়।

(১৯৮৬/৮৭ তে লেখা। দেশে তখন স্বৈরাচারী এরশাদের নির্বাচনী অভিসার, সাথে বিরহ কাতর লীগ। বাঘা বাঘা রাজনৈতিক গোপিনীরা রসের ধারায় গড়াগড়ি যাচ্ছেন। ষোলো পেরোই পেরোই কিশোরের সেই প্রথম অনেক দাম দিয়ে দেখা কৃষ্ণকেলী।)

No comments:

Post a Comment