Wednesday, March 27, 2013

ছন্দপতন


ছন্দপতন

কোথায় গেল মোহনলাল আর কোথায় গেল মীরমদন
যে দিকে চাই দেখি এখন মীরজাফরের চাঁদবদন
দেশটা তার দেয় বিকিয়ে সুযোগ পেলেই কায়দা মতন
কি চাইলাম আর কি যে পেলাম – একেই বলে ছন্দপতন।

(১৯৮৬ থেকে ১৯৮৮’র মধ্যে লেখা। দেশে তখন স্বৈরাচারী এরশাদের কৃষ্ণকাল। সবকিছুই যে বিক্রি করা সম্ভব এই লোকের আর তার সাঙ্গোপাঙ্গের পক্ষে বুঝতে শুরু করেছি সবেমাত্র)

No comments:

Post a Comment