ছন্দপতন
কোথায় গেল মোহনলাল আর কোথায় গেল মীরমদন
যে দিকে চাই দেখি এখন মীরজাফরের চাঁদবদন
দেশটা তার দেয় বিকিয়ে সুযোগ পেলেই কায়দা মতন
কি চাইলাম আর কি যে পেলাম – একেই বলে
ছন্দপতন।
(১৯৮৬ থেকে ১৯৮৮’র মধ্যে লেখা। দেশে তখন স্বৈরাচারী
এরশাদের কৃষ্ণকাল। সবকিছুই যে বিক্রি করা সম্ভব এই লোকের আর তার সাঙ্গোপাঙ্গের
পক্ষে বুঝতে শুরু করেছি সবেমাত্র)
No comments:
Post a Comment