Thursday, December 17, 2009

সেই ঘর

কেমন সেসব দিন ছিল সব

বাসটা থেমে একপা দু’পা

এগিয়ে গেলে

এ’মোড় বা’য়ে, ও’মোড় ডা’নে

শেষের মোড়ে একদৌড়ে

ছয়তলাতে পৌছে যেতাম ঘর।


এখন কেমন বাস থামে যে

পা চলেনা, চলেনা পা, চোখ দেখেনা দেখেনা আর

আটকালো পথ শরত্‍দিনের শুকনো পাতায়, পাতায় পাতায়

সবতো আছে, সেই যেন নেই,

শুধু

ঘরের ভিতর পর।


২০০৫/১১/০৫

No comments:

Post a Comment