Wednesday, March 27, 2013

আপত্তি নেই


আপত্তি নেই

সবকিছুতেই খুশি আমি
নইতো নিরাসক্ত
যা চাও তাই দিতেই পারো
বনবো তোমার ভক্ত।

আপত্তি নেই খাওয়াও যদি
ভাতের সাথে সুক্তো
আরো ভালো মাখাও যদি
তাতে খানিক রক্ত।

মন্দ নাকো হাজত থেকে
রাখো যদি মুক্ত
ভাবনা নেই হয়েই যাবো
তোমার দলভুক্ত।

কাজের শেষে দিতে পারো
সোনা-দানা মুক্তো
আরো কিছু ব্যালান্স না হয়
ব্যাংকে কোরো যুক্ত।

সবচেয়ে ভালো কি দিলে হয়
বলা বড় শক্ত
না হয় দিও মন্ত্রিত্বের
আসন খানা পোক্ত।

(১৯৮৬/৮৭ তে লেখা। দেশে তখন স্বৈরাচারী এরশাদের ডাকাতিয়া বাঁশির টান। মোহন বাঁশি কালাচাঁদের, ঘরে থাকা দায়। লাজ-লজ্জা আসন-বসন ছেড়ে নমস্য গুরুজনেরা নেমে গেলেন বোধির পথে, আমরা পৃথিবীর পাঠশালার তালেব-এলেমরা মুখ হা করে চেয়ে রইলাম।)

No comments:

Post a Comment