Sunday, March 6, 2011

মনে হয়?

নদী কি ভরেনা মাছে আজো?

ছিপ হাতে অক্লান্ত মানুষ এখনো কি...?

মেঘের ছায়া কি পড়ে? নদীতেই?

ঘোর লাগা চোখে কি মনে হয়?

মনে হয় কঙ্কালেরা স্রোতের শক্তিতে দেহ পেল?

আর আর সেই রক্তিম ম্লানাভা গোধূলিতে?

জালের মতন স্রোতে ভেঙ্গে গিয়ে

সে কি দন্ডিত, শিল্পিত, তীব্র হয়?

সব শেষে বিকেলের শূণ্য হাতে ফেরা তবু উল্লসিত

শখের জেলেরা বলে না কি?

“মনে হয়, মনে কি হয়”?

ভাবনার বাইরেও মনে হয়, হয়

“মনে হয়, মনে কি হয়না”?

১৯৮৯

No comments:

Post a Comment