Saturday, March 5, 2011

ছায়া

আমার কেবল ছায়া আছে

সামনে জুড়ে পিছন জুড়ে।

জ্বলে ওঠে নিভেও সে যায়

হঠাৎ হঠাৎ আলোক ফুঁড়ে।

চারিদিকেতে শুধুই ছায়া

কোথায় চলে কোন সে দিকে?

শুরু আছে? শেষওতো নেই

দেহকেন্দ্র কোথায় থাকে?

ঝলসে সারা বিরাট দেহ

পোড়া কাঠের গন্ধ ভাসে

ছায়া ছেড়ে কেবল শরীর

সারা বুড়িগঙ্গা চষে

কাক তাড়ুয়া মুখোশ নিয়ে

ঢেকেছি নিজেই নিজের ছায়া

দৃষ্টি এখন টান দিয়েছে

হাঃ হাঃ নগ্ন মুখ হায় বেহায়া।

কিছুই নেই তোমার তো আর

মুখোশ ছিড়ে ও মুখ মিছে

শূন্য চোখে আধার জমাট

নিকষ কেবল ছায়া আছে।

“শোন আমি” তোমায় বলি

ছায়ার ভিতর যাও ঢুকে যাও

যাও ঢুকে যাও ক্রমাগত

এবার সবার ভয়টা ভাঙ্গাও

১৯৮৯

No comments:

Post a Comment