Sunday, March 6, 2011

মানুষ একাকী অবিরত

কত কাছে থেকে কত দূরে

মানুষ একাকী অবিরত

অবিছিন্ন নির্বাসনে গত।

প্রতিমুহুর্তে সুদুরগামী।


দুহাতে স্পর্শনে অনুভূত অবয়বে

জড়- অনুসৃত যান্ত্রিকতা

প্রতি প্রতিটি নিত্য মুহুর্তে রিক্ত-রিক্তমান,

ক্ষয়িষ্ণু স্মারকস্বরূপ ত্যক্ত

ইতিমধ্যে আত্মদগ্ধ

নির্জীব কাঠামো ধ্বংসাবশেষ।


অন্তর্হিত জন্মজৈবস্পন্দ;

প্রান কতদুর?

বাতাসের ওপারে সমুদ্র – সমুদ্রের জলস্পর্শ

সমুদ্রজ জল ক্রন্দন;

মধ্যবর্তী ব্যবধান ঘনাট বাতাস

- অপ্রতিসারী, নিরেট।


১৯৮৯

No comments:

Post a Comment