Thursday, January 6, 2011

প্রহর

প্রহর কাটাই ক্লান্ত প্রহর
একা বসে একা। দুস্তর দূর।
দাবদাহে আজ নিঃসঙ্গ্তা।
জলের গন্ধে দেবদূত সাদা
মেঘাক্ত নীল আকাশে অনামী
প্রতীক্ষায় কি ক্রন্দসী তুমি?
ক্রন্দসী তুমি কি প্রতীক্ষায়
বৃষ্টি বিহীন এ’অন্ধতায়?
কেন চোখ জ্বলে? কি সে মর খুজে?
সঞ্চিত জলে নিজেতেই ভিজে।
বোঝ কিনা বোঝ তবু বেলা যায়।
মিলনের দিন দিন মিছে যায়।
দিন মুছে যায়
দিন তবু যায়।

১৯৮৯/০৪/১৫

No comments:

Post a Comment