Sunday, January 9, 2011

আমাদের বন্ধ চোখে

আমাদের বন্ধ চোখে
খেলে যায় মন্দবায়ু
আমরা চেয়েই কাটাই
দিন রাত রাত্রিদিন,
চেয়ে চেয়ে সন্ধ্যা কাটে
অন্ধকারে জ্বল জ্বল।
নিজেতেই দৃষ্টিঘন
ডুবে থাকি জলডুবুরী

নেড়ে চেড়ে উল্টে দেখা ঝিনুক পাথর কয়লা

সারাদিন ক্লান্তি জমে
স্বগত অবগাহনে
স্নান তবু শেষ হলকি
একলা নিজের ভিতর?

শোনা যায় শব্দ শোশা
দূরাগত মন্দবায়
আকাশে জমাট মেঘের
ও’বাতাস ওঠায় সাড়া

জমছে শক্তি কিসের?

তখনও অন্ধদুচোখ
অনিমেষ শূন্য পথে
চাঁদ পাথরের স্বপ্ন খোঁজে।

১৯৯৩/১০/০৫

No comments:

Post a Comment