Thursday, January 27, 2011

দহন

তোমাকে দহন করব বলেই
আমার এ’অগ্নিরুপ
রেখেছি জ্বালিয়ে আমি
নক্ষত্রের উজ্জলতা নিয়ে।

কেবলি অপেক্ষা করি
সেই প্রত্যাশায়
কখন গ্রাস করি
কিভাবে তোমাকে টানি
আগুনে আমার।

তৃষিত নক্ষত্র আমি, তুমি শান্তি জল।

অমৃতকুণ্ড দেখেছ কিসে
পতঙ্গ রমণী তুমি?

রক্তিম প্রত্যাশায় সকলি তোমার
হয়ে যেতে পারে নীল
এক ক্লান্তিময় ব্যাথা নিয়ে।

হয়ত জাননা সে আকাশে
যে চরণ আসে যায়
শোণিতের চিহ্ন নিয়ে
সেতো ক্লান্ত চিরদিন।

তবু শান্তিজল তুমি।

তোমাকে জ্বালাব বলে
বেরিয়েছি আমি
তুমিও চলেছ বুঝি
জুড়োতে সকল তাপ!

তবে মুখোমুখি আজ,
তুমিতো নেভাতে পার
আমিও জ্বালাতে পারি।

১৯৮৯/০৮/০৮

No comments:

Post a Comment