Thursday, January 6, 2011

অনীহা

আমিতো কখনো যাইনাতো ভরে
উদ্‌বেগে উদ্‌বেগে।
মেঘের মতই সন্ধ্যার রোদে
নিঃসাড় নিশ্চুপ
আকাশের কোনে গলে ঝরে পড়ি
জল টুপ্‌ টুপ্‌টুপ্‌।
আকাশের কোণে সন্ধ্যার স্রোতে
একা থাকি একা জেগে।

এ’ আমি কখনো আক্রান্ত কি
কর্মমুখর দিনে?
অনেক রাতেরা সিক্ত বাতাসে
সে প্রশ্ন চাপা স্বরে
করে চলে যায় দূরত্ব নিয়ে
না বোধক উত্তরে
আমার অনীহা সে জানিয়ে দেবে
আরেক নতুন দিনে।

No comments:

Post a Comment