Tuesday, February 1, 2011

বিরহের বোধিজ্ঞান

অরণ্যে সংসার

নির্জন বসবাস

একা কাটে অনিবার

প্রতীক্ষায় দিবস।

শূণ্যানী গৃহকোণ

অদীপিত সায়াহ্নে

উন্মুখ প্রতিক্ষণ

অরণি সঞ্চয়নে।

অগ্নি প্রত্যাশায়

প্রদীপ প্রজ্জলিত

আহূতকর কোথায়?

এখনো নিস্তরিত?

নিস্তব্ধ প্রহর

পত্র পতনে মোছে

সুচেনা কণ্ঠস্বর

কেউ কি এখানে আছে?

দূরাগত পদ ধ্বনি

ক্রম অপসৃয়মান

সুরের মৃদুতা জানি

বিরহের বোধিজ্ঞান।


১৯৮৯ মার্চ

No comments:

Post a Comment