Thursday, February 24, 2011

অমা

ক্রম প্রসারমান বিশ্বে

বস্তুকণা দূর দূরতর অবস্থানে

ছড়ায় যখন

ভাবনা আসে -

পৃথিবী পিঠের পরে

মানবের

এবং মানব সভ্যতার বোঝা নিয়ে

প্রায় সম্ভাবনাহীন জটিল বিন্যাসে এখানে এখানো

সময় এবং স্থানের সীমানা

অতিক্রম করে

ফুলের সুবাস

ও সুর্যের আলো

এসে পড়ে।


ভবিষ্যতে আসবেনা।

কারন রক্তিম গোলকটা

এখনি প্রায়ান্ধকার মনে হয়;

এতদূর চলে গেছে।

১৯৯০

No comments:

Post a Comment