Wednesday, February 2, 2011

প্রান্ত ধরে প্রান্তে ফেরা

প্রান্ত ধরে প্রান্তে ফেরা

নদীর জলে কিনার ঘেষে। সারাটা দিন

অসাড় চোখে তীরের রেখা

বৃত্তপথে আবর্তনে

ঘোরের বশে ধিকিয়ে জ্বলে

ঘাটের ছায়ায় ম্লানিম নেশা, ঘাটেই আছি।

আ্‌ট্‌কে থাকা নিজের টানে

পরিধিতেই বিমুখ প্রেমে।

শক্তি ক্ষয়ে শ্রান্তি ঘন

পেছনে টানে- কেন্দ্র দূরে।

নিরব থাকি নিজের মাঝে

অবস্থানে চ্যুতির আশা যত্নে লালন।

স্রোতের ধারা পেরিয়ে চলে

বেলাতো যায় দিন যায়রে।

কখন জমে বিন্দু জমে?

শক্তি জমে অধীর কোষে

ছিটকে যাবার অপেক্ষাতে?

No comments:

Post a Comment