Wednesday, March 2, 2011

উনিশ বছর

উনিশ বছরে দোরের কপাট খুলে

চৌকাঠে পা,

মনে হয়

কি হবে কবিতা গড়ে?


প্রতিক্রিয়া দৃঢ়মূলে দাড়িয়েছে

ভিতরে ভিতরে

গভীর শেকড়ে।

বিমোক্ষন চলে

চেতনার উত্তপ্ত আধারে।


বিপ্লবী বিস্ফোরণের আগেই আপোসে

পিছনের ছোট ছোট ছিদ্রপথে

বের হয়ে নিভে যাওয়া অগ্নিকণা

বাতাসে পড়ে ছাই।


আর কত? আর কেন

কত আর? কেন আরো

এই সব শব্দের বন্ধনে

অগ্নিমুখী মৃতদেহ ঢেকে

অকাল সৎকারে

বদ্ধমন্ত্র ঠোটে পুরোহিত

বৃদ্ধ পুরোহিত আমরা?


১৯৮৯

No comments:

Post a Comment