আমার জন্মই যদি
আমার স্বত্তার শুরু
অনেক মুহুর্ত তবে
গত হয়ে গেছে সনাক্তিকরণে।
হাতের মুঠোয় ধরা
মৃত্তিকার অনাকৃত এক খন্ড।
সুপ্ত সৃষ্টিকনা -
জ্যামিতি বিহীন,
আদ্যন্ত বিবৃত তাতে
বিন্দু থেকে বৃত্তের পুরাণ।
অবিন্যস্ত প্রেক্ষাপটে
কিভাবে মূর্ত করি
সৃষ্টির আবহ?
সীমাবদ্ধ সুর্যালোকে উদ্ভিন্ন আমার
সীমিত দৃষ্টির দাহে
এই মৃত্তিকা জঠরে
কি সৃষ্টি ধারন করি?
আমিই ধারন করি
কেননা আমাতে এই মৃত্তিকার খন্ড
একীভূত।
মিশে আছি পরস্পর।
শুধু জানিনা কিভাবে আবার খন্ডিত হব
পূর্ণকৃত সত্ত্বা নিয়ে
মৃত্তিকার খন্ড ধৃত হাতে, আর
চেতনার অন্তর্গত বিমুর্ত বিন্যাস?
শূণ্যদৃষ্টি আমি কি যে সৃষ্টি করি সেই
দ্বৈতের বিশ্লেষে?
পুর্ণায়িত স্বাধীন প্রভায়
অনপেক্ষ যারা উৎসরিত হবে,
উদ্ভাসিত হবে।
১৯৯০
No comments:
Post a Comment