Sunday, March 6, 2011

অমোঘ বিস্মরণ

থেমে আসে বৃষ্টির শব্দ।

অতি তীব্র সংবেদনে

বুঝতে পারি এই নিরবে

জলাঙ্গিনী মেঘের দিনে।


তোমাদের থেকে আরো দূরে

যখন ফিরেছি

নিজস্ব তৃষ্ণার স্বাদ নিয়ে

একাকী নির্জনে।


একটা দুটো সমস্ত মেঘ

এক আকস্মিক অন্তর্বিষে

নীল হয় ঘন, আরো নীলে

ঘন কৃষ্ণ নীলাক্রোশে।


এবং অনেক জোয়ার

অনেক ভাটার ব্যবধানে অবশেষে

অমোঘ উপসংহার – বিস্মরণ।

১৯৮৯

No comments:

Post a Comment