কখনো কিছুই প্রমাণিত হয়নি
সঞ্চলন, সঞ্চালন এবং দৃষ্টিতে।
সুতরাং সিদ্ধান্ত অগ্রাহ্য।
এখনো দৃশ্যতঃ অনুদ্ভিন্ন এই বীজকোষ
অশ্বথ-শিশু এক,
বর্তমান সময়ের থেকে তাই বহুদূরে একাকী, একাকী এক
ত্রিকালজ্ঞ রয়ে যাব
তাকে যদি বটবৃক্ষ বলি।
কতটুকু অন্ধকার জমে তবে
স্ফুলিঙ্গ আলোকে বিষ্ফোরিত -
প্রমানিত আজো?
এখনো অমীমাংসিত তাই আলো এবং অন্ধকারের
এই বিরুদ্ধতার জিজ্ঞাসা।
তবু,
এই বিরুদ্ধতা আরোপিত,
এই মধ্যর্বতী সময় একদা
বৃক্ষের উত্থিত যৌবনের ধ্বনিতে প্রবাহ পাবে
প্রবাহিত হবে।
অন্ধকার গর্ভে কোনদিন অগ্নিময় বিস্ফোরণে
যেভাবে অমাবস্যার রাত ফুঁড়ে
আকাশের স্বর্নময় বুদ্বুদের মত চাঁদ ওঠে
সেভাবে গতির নৃত্য হবে।
প্রমানিত হবে – কিছু গতি অযাচিত প্রকাশিত হয়না,
দ্বন্দ্বের গভীরে ক্রিয়ারত তারা।
ক্রিয়ারত তারা
প্রমানিত হবে।
এখনো যদিও কিছু প্রমানিত নয়
তথাপি স্বপ্নের সুত্র ধরে
আপাত অপ্রমানেই মুক্তি হবে।
১৯৮৯
No comments:
Post a Comment