আবার শূণ্যতা চতুর্ময়
বৃত্তপথে প্রথম অতিক্রমণ সম্পন্ন বিবরে।
আশ্চর্য গোলকধাধায় নিরায়ু আশ্রয় এই
যতটা মুহুর্ত আসে সঞ্চয়নে
ততটাই ক্ষয়ে যায় অভ্যস্ত স্পর্শনে।
আদিগন্ত নিরেট আকাশে
খোদিত পাথরে
আদি-অন্ত সমাকৃতি।
দিবসেরা সীমাবদ্ধ।
যতটুকু অগ্রসর অন্ধ গর্ভ ছিড়ে
দন্ডিত পদবিক্ষেপে
ঠিক ততটাই কর্কশ জরায়ু পেতে
ফিরে নেয় রাত্রিমাতা শান্তিক্রোড়ে।
শান্তি ঘন, ঘন শান্তি, শান্তিমৃত।
আবর্তন শেষেই শান্তিতে মৃত্যু নিয়ে
পূর্নচক্র সময় নিয়ত বিস্মরণে যায়।
পরিব্রজী সঙ্গী আমরা – আমাদের সেই
আদি অবস্থানে পুনর্বার
আত্ম-আবিষ্কার
আবারো শূণ্যতা চতুর্ময়।
১৯৯০
No comments:
Post a Comment