Wednesday, March 2, 2011

ঘুম

সাদা ঘন অন্ধকার কুয়াশায়

হরিৎ বরন পীত রং ধরে ক্রমাগত।

এক সময়ের জীবনেরা

সময় পেরোনো কোন

অন্য জীবনের হাতে আর যন্ত্রের তাড়ায়

উঠে আসে

তেল জল কয়লা বিষের ধোঁয়া

এবং রয়ে যায় কিছু।

স্বপ্ন কেটে যায়

কয়েক মূহুর্ত মাত্র

আবার ঘুমের ঘোর।


কাটে অনেকটা ক্ষন

তারপর ঘুম ভাঙ্গে

ভাবলেই দুঃস্বপ্নের কথা

ভয়ালতম মনে হয়

নগ্ন সুন্দরীর অন্তহীন কামনাকে

পৃথিবী জ্বলছে বাঘের মত

মৃত্যুহীন প্রেমে

যে প্রেম ধ্বংস আনে

যে মিলন অসহ উচ্ছাসে

মৃত্যুতে আশ্রয় নেয়।

১৯৮৯

No comments:

Post a Comment