Tuesday, March 1, 2011

অনুবাদ - T. S. Eliot - The Journey of the Magi

আমাদের সেই আসাটাই ছিল অনীহা জড়ানো শীতে
সে বেলা অঘোর, অকাল অতি, পথের অনুপযোগী
যে কোন যাত্রা, তাও আবার এমনই দীর্ঘ পথেঃ
সংকুল পথ তুষারাবৃত, বাতাস কঠিন তীক্ষ্ণ,
সেই মৌসুম শীতের বিবরে তখন সমাধি-মগ্ন।

কড়াপড়া গায়ে বিক্ষত পায়ে উটেরা অবাধ্যতায়
সুযোগমাত্র বরফগলানো মাটিতে শরীর এলায়।
কেন যে এলাম সে কথা ভেবে আমাদেরও আক্ষেপ
পাহাড়ের ঢালে, গ্রীষ্ম দিনের সেই সে প্রাসাদ-চাতাল,
রেশম কোমল রমণীর হাতে পানীয় মধুর শীতল।

অসন্তোষের গজরানি মুখে গালিগালাজের ঢল
মেয়েমানুষ আর মদে পিঠটান উটচালকের দল,
নিভুনিভু ছাই রাতের আগুন, বহু খোঁজে মেলা ঠাই,
নগর যা দেখি জঞ্জালে ভরা, বৈরী প্রতিটি শহর
নোংরা ময়লা গ্রামে গ্রামে তারা দাম চায় বহুতরঃ

আমাদের সেই দিনরাত ছিল এতটাই দুঃসহ
না থেমে বরং রাতভর চলি তাই মনে হল শ্রেয়,
যখন যেভাবে যেখানেই পারি খানিকমাত্র ঘুম,
অশরীরী স্বর বাতাসের কানে শোনায় মন্ত্রণা
এতদুর আসা মতিভ্রম শুধু কেবলই উন্মাদনা।

অবশেষে এক ভোরের আলোয় শীতোষ্ণ সমভূমি,
তুষার প্রান্তে সোঁদা-মাটি ঘ্রাণ সিক্ত ফসলী জমি;
নদীর স্রোতে জলের কল, অন্ধকারে জ্বলজ্বল,
তিনটি বৃক্ষ অনড় দাড়িয়ে মাটি ছুয়ে যাওয়া আকাশের দেহ চিরে,
প্রাচীন প্রবীন সাদা ঘোড়া এক ছুটে চলে দুরে শ্যামল প্রান্তরে।

অনতিদূরেই শুড়িখানা এক আঙুরলতার ভিড়ে
ছয়জোড়া হাত খোলা দরজায় জুয়ার গুটিতে ঝাড়ে
পায়ের কাছের শূণ্য-মশকে উত্তেজনার ঝাল।
এখানেও কিছু জানাতো গেলনা, অগত্যা রাস্তায়
পৌছে গেলাম শেষমেষ ঠিক বেলাবেলি সন্ধ্যায়
জায়গামতই, বলা চলে ভালো, মোটামুটি তার হাল।

এই সবই কিছু, মনে আছে আজো, অনেক কালের ভিড়ে,
প্রয়োজন হলে আবারও তো যাব দরকার যদি পড়ে
সকলি তা জানি, সব মানি তবু, তবুও কিসের টানে
এত পথ পাড়ি, এত আয়োজন, কিসের সম্মোহনে
সে কি জন্ম, না কি মৃত্যু? একটি জন্ম ছিল অন্তত
সন্দেহ নেই, সাক্ষ্যও ছিল। অনেক জন্ম, মৃত্যু যে অবিরত
দেখেছি, ভেবেছি বিপরীত তারা; এ' জন্ম তবু হায়
করাল মৃত্যুগ্রাস অভিমুখে তিক্ত যন্ত্রণায়।

বহুদিন হল ফিরেছি আমরা যদিও আপন দেশে,
স্বস্তি তো আর মেলেনা এখানে সনাতন বিশ্বাসে,
অচেনা সমাজ আঁকড়ে যেখানে প্রাচীন ধর্মাচার।
পুনরায় আসুক সে মহাপ্রয়াণ আবারো একটিবার।

২০১১/০২/২৮

A cold coming we had of it,
Just the worst time of the year
For a journey, and such a long journey:
The ways deep and the weather sharp,
The very dead of winter.
And the camels galled, sore-footed, refractory,
Lying down in the melting snow.
There were times when we regretted
The summer palaces on slopes, the terraces,
And the silken girls bringing sherbet.
Then the camel men cursing and grumbling
And running away, and wanting their liquor and women,
And the night-fires going out, and the lack of shelters,
And the cities dirty and the towns unfriendly
And the villages dirty and charging high prices:
A hard time we had of it.
At the end we preferred to travel all night,
Sleeping in snatches,
With the voices singing in our ears, saying
That this was all folly.
Then at dawn we came down to a temperate valley,
Wet, below the snow line, smelling of vegetation;
With a running stream and a water mill beating the darkness,
And three trees on the low sky,
And an old white horse galloped away in the meadow.
Then we came to a tavern with vine-leaves over the lintel,
Six hands at an open door dicing for pieces of silver,
And feet kicking the empty wineskins.
But there was no information, and so we continued
And arrived at evening, not a moment too soon
Finding the place; it was (you may say) satisfactory.

All this was a long time ago, I remember,
And I would do it again, but set down
This set down
This: were we led all that way for
Birth or Death? There was a Birth, certainly,
We had evidence and no doubt. I had seen birth and death,
But had thought they were different; this Birth was
Hard and bitter agony for us, like Death, our death.

We returned to our places, these Kingdoms,
But no longer at ease here, in the old dispensation,
With an alien people clutching their gods.
I should be glad of another death.

No comments:

Post a Comment