Tuesday, December 8, 2009

আগুন-পোকা

রাতের গভীরে আলো তার আধখানা দেহ নিয়ে ছেয়ে আছে অন্ধকারে যখন

বেরিয়ে ছিটকে আসি, যেতে চাই ডানা আর ছ’টি পদ নিয়ে চলে যাব

আগুন যেথানে নিজেই নিজেতে জ্বলে, দাউদাউ জ্বলে দাবানল

বন্ধ দরজা জানি খুলে যাবে সরসর যদি যাই আমি যেতে পারি ওইখানে।

সময়ের কৃষ্ণরূপ তবু গাঢ় ক্রমে গাঢ়তর, যেতে মানা, নেই তো যাওয়ার রীতি

রীতি? রীতি তো মৃতের নয়, মৃত পতঙ্গ আমি, শুধু চাই শুধু চাই পুড়ে হতে ধুলোছাই।

-------------------------------------------------------

(জানুয়ারি ১০ অথবা ১১, ১৯৮৯)

No comments:

Post a Comment