কাটল সময় সতের বছর
জোয়ার ভাটার নানান রঙ্গে
উথাল পাথাল অকুল সাগর
আমার জীবন তোরই সঙ্গে।
ইচ্ছা করিস আবার যদি
তোরই সঙ্গে অষ্টপ্রহর
ভালবাসায় নিরবধি
কাটাব ফিরে সতের বছর।
২০০৫/১২/৩১
সতের বছর হয়ে গেল? আসিফ, এখন মনে হয় সময় খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে।
সতের বছর হয়ে গেল? আসিফ, এখন মনে হয় সময় খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে।
ReplyDelete