Thursday, December 17, 2009

সতের বছর

কাটল সময় সতের বছর

জোয়ার ভাটার নানান রঙ্গে

উথাল পাথাল অকুল সাগর

আমার জীবন তোরই সঙ্গে।


ইচ্ছা করিস আবার যদি

তোরই সঙ্গে অষ্টপ্রহর

ভালবাসায় নিরবধি

কাটাব ফিরে সতের বছর।


২০০৫/১২/৩১

1 comment:

  1. সতের বছর হয়ে গেল? আসিফ, এখন মনে হয় সময় খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে।

    ReplyDelete