Thursday, December 17, 2009

চাওয়া

রাত শেষ হোক তব মোর প্রণয় সম্ভাষণে

বেলা বয়ে যাক তব মোর সাথে সঙ্গোপনে

আলো হোক দিন তব মোদেরই মধুর মিলনে।

বক্ষ উঠুক উদ্বেলিয়া সিক্ত প্রেমের চুম্বনে

স্বত্তা মোদের পূর্ণ হউক সম্মিলনের ক্ষণে

রিক্ত জীবন ভরিয়া উঠুক বিরহের অবসানে।

২০০৫/১১/১৫

No comments:

Post a Comment