Friday, December 11, 2009

দুটি চোখ শুধু

দুটি চোখ শুধু ভেসে থাকে দুই চোখে

দুটি চোখ শুধু অন্ধকারে ক্রমশঃ উজ্জ্বলতর

মেঘাক্ত আকাশে সব নিভে যায় একে একে

সূর্যের রেখাগুলো কৃষ্ণ বিষন্নতায় যখন

দুটি চোখ শুধু চোখে নিয়ে অন্ধ আমি।


ক্ষীয়মান দৃষ্টি নিয়ে ডুবে যাই ডুবে যাই

কোথাও কি কথা ছিল ডুবব আমি, ছিল কথা কোনদিনও?

তবু দুটি চোখ আরো কৃষ্ণ কৃষ্ণতর।


মেঘ নিংড়ে আসে জল ফোটায় ফোটায়

দুটি চোখে সেই জল টলটল নারী তুমি

আর দুটি চোখ নিয়ে এই দুটি চোখে অন্ধ আমি।

১২/০৩/১৯৮৯

No comments:

Post a Comment