সেই শুরু, সেই প্রথম প্রেমের বোধ
হাতে হাত রাখা, সেই স্পর্শের বিনিময়
হাটা পথ সেই, শীতের সকাল, নরম রোদ
সেই শুরু, সেই কবিতার সাথে পরিচয়।
না দেখার কাল, না শেষের বেলা
না কোনো মেঘ, শুধু একাকী যক্ষ
বিরহ অনলে সেই আনমনে খেলা
ফিরে আসা সেই, কবিতারই সাথে সখ্য।
নিশি অবসান, হল বিরহ বিলীন
বহু প্রতীক্ষায় সেই অসহ প্রণয়
সেই ডানা মেলে ওড়া, মিলনের দিন
ঘুরে ফিরে সেই কবিতারই কাছে প্রশ্রয়।
ঘোরে কালচক্র, জীবন উৎস ছিন্ন
হৃদয়ের লেনদেন, কিসে তবে পরিশোধ
শেষ হোক এই একাকী দীর্ঘ অগুনন অপরাহ্ন
চিরচেনা সখা, কবিতার কাছে অনুরোধ।
২০০৭/০৯/০২
No comments:
Post a Comment