Friday, December 11, 2009

বাবা

নদীর জলে সময় গড়ায়, অমোঘ অহ্নগতি

আসে সেই দিন ফিরে আবার বছর প্রতি

ভুলে যাওয়া স্বরে ডাকে, সে স্মৃতি অসহ

‘কেমন আছিস বাবা, বড় হ, মানুষ হ’।


সময় জলে জীবন গড়ায়, ভালোই আছি

যত বড় হই, যত মধু সঞ্চয়ে এই মানুষ মৌমাছি

রক্তের কোষে সেই স্বর শুধু একটি প্রতীক্ষা

ফিরে কি পাব একদিন সেই কন্ঠস্বরের দেখা?


অগাস্ট ২৫, ২০০৮

No comments:

Post a Comment