এ জীবন পাহাড়ি নদী চঞ্চলা,
কত ঘন অরণ্য
নেচে ফেরে
দুই ধারে
শুধু তোমারই জন্য
অকারণ লাস্যময়ী সারাবেলা।
এ জীবন ধীরস্রোতা শান্তমতি,
ঘুরে নগর প্রান্তর বন উপবনে
দুরের গা'য়ে
তোমায় নিয়ে
ঘর গোছানোর আয়োজনে
স্বপ্ন বোনায় মগ্নধারা জলবতী।
২০০৬/০৩/০২
No comments:
Post a Comment