Thursday, December 17, 2009

মনে আছে?

বৃষ্টির পথে, এইতো সেদিন, রোদের আকাশে,

মনে পড়ে,

তুমি আমি একা একা দুরন্ত বাতাসে,

উড়ে উড়ে

চলেছিলাম সে কোন যেন বসন্ত বিলাসে,

মনে পড়ে?

সোঁদা মাটি, সেইতো এদিন, বিজলী প্রবাহে,

মনে আছে,

মনুবৌ, কত জীবনের কত দুঃসহ মিলন বিরহে

তবু কাছে

মিলেছিলাম সেতো সেই আমাদেরই বিবাহে,

মনে আছে?

২০০৫/১১/০৯

No comments:

Post a Comment