যত ঘুম তুমি ঘুমাবে, ততটুকু তুমি মৃত
চোখ খোলো, সে বলেছিল...
যত স্থির গন্তব্য তোমার, ততটাই তুমি ভ্রান্ত
পথ ভোলো, সে বলেছিল...
যতদূর যাবে তুমি, ততদূরই শুধু পথ
হেটে চলো, সে বলেছিল...
যত দীর্ঘ মধ্যাহ্ন হ্রস্বছায়া, ততই তুমি রৌদ্রস্নাত
তবেই আলো, সে বলেছিল...
মনে আছে সে বলেছিল, যেন না নামে অন্ধকার সন্ধ্যার অবকাশে
দ্রুতপায়ে থেকো তুমি সৌররশ্মি পথে অনুক্ষণ আলোক-সকাশে।
সে যে কে মনে নেই আজ আর, ভুলে গেছি কে যে সে
মনে আছে অপথের এই পথে চলা শুধু নিরুদ্যেশে।
২০০৫/১১/২৬
No comments:
Post a Comment