Thursday, December 17, 2009

কেমন আছি?

কেমন আছ?

মাধুকরী বেশ মলিন চিত্র

শেষের বেলার শূণ্য পাত্র

যেমন থাকে।

কেমন আছি?

ছন্ন জীবন ছিন্ন পত্র

জল শুকানো জলসত্র

তেমনই আছি।

২০০৫/১২/১৩

No comments:

Post a Comment