আজ এই ১৩ই জানুয়ারী
স্বপ্নস্মৃতির পিছু পিছু,
বলবে কি তুমি কিছু
যদি হাতে হাত ধরি?
বর্ষশুরুর জানুয়ারীর তের
১৭ বছর হাতে হাত হেটে হেটে
যদি ঠোট রাখি ঠোটে
বলবে কি কিছু আরো?
ত্রয়োদশী এই দিবসে জানুয়ারীর
অনাদি তৃষ্ণা কামনা অগ্নিমুখী
বলবে কি কিছু যদি রাখি
শরীরে তোমার আমার শরীর?
২০০৬/০১/১৩
No comments:
Post a Comment