Thursday, December 17, 2009

কি আসে যায়

মাসকাবারে বেতন হবে

খাতাকলমের গর হিসাবে

দুচার মাস নয় দেরীই হবে

জানি বছরখানেক বাকিই রবে

গেল নাহয় মারই যাবে

কি ই বা তাতে আসবে যাবে?


২০০৬/১১/১০

No comments:

Post a Comment