নতুন উৎসের প্রয়োজন
জীবনের জন্য।
কোন নক্ষত্র নেই
দূরে কিংবা কাছে
শূণ্য বিবরে।
পথ আছে – নিজেরাই হতে পারি
হয়ে যেতে পারি অনির্বান উৎস
হৃৎপিন্ড জ্বালিয়ে যদি দিই।
পৃথিবী নক্ষত্র হয়ে
নিজেই নিজেকে বাচিয়ে রাখবে
যদি প্রতি বনানীতে জ্বালাই আগুন
দাউদাউ দাউদাউ।
১৯৯০
No comments:
Post a Comment