Sunday, January 9, 2011

কর্ণ

এ ঘোর রজনী
জানি
সেইদিন,
যেইদিন
নীল সমুদ্র
ব্রাত্য শূদ্র
সে চোখ নেবে
শেষ হবে।

ততদিন দেবীসৌন্দর্য
আলোড়িত শূদ্রবীর্য
যদি করে তৃষ্ণার মগ্নতায়।
নগ্নতায়
ঢেকে দৃপ্ত অহংকার
এই নগরীর সিংহদ্বার
ফেলে চল সেই স্থানে
সুর্য ধ্যানে।

১৯৯৪/১২/০৩

No comments:

Post a Comment