Thursday, January 6, 2011

ভ্রমরী চিন্তাদল

ফিরে যাওয়া চিন্তাগুলো সব ফিরে আসে
অধিকার করে ক্রমে মস্তিষ্কের শূণ্য কোষ।

হে ভ্রমরী চিন্তাদল, আর কেন ফিরে আসা
নিঃশেষিত মস্তিষ্কের শূণ্য মধুভান্ডে?

১৯৯৪/০৯/২০

No comments:

Post a Comment