তোমার যদি সন্দেহ হয় দৈব কিবা দুর্বিপাকে
অথবা ঐ কি বলে যে ভুত না প্রেতে দ্বন্দ্ব থাকে,
কোনটা ভুত আর কোনটা প্রেত তা যদি গোল মাথার টাকে
চিনতে গেলে বিষম চোখে গোলমালে সব সুডোল ঠেকে
ধরতে পার টাকমাথা যে- ভুত সেগুলো জন্ম থেকে।
আর একটু দুটু কয়েক গোছা মাথায় যাদের দূর্বা পাকে
প্রেতের দেশেই বসতি তাদের- জীবন বড়ই দুর্বিপাকে।
নিশ্চয়তা তাদের বেলায়-প্রেত তারা, প্রেত হয়েই থাকে।
কয়েক গাছি চুলের নিচে কপালে তাদের এমনই লেখে।
চুল না হলে দুশ্চিন্তায় চুলগুলো সব কি করে পাকে?
ভুতেরা সবাই ভুতের মতই দৈবটানে হাঁচির নাকে
সুড়সুড়িতে ঘোমটা টেনে মুলোর মত কানটা ঢাকে।
দৈব বলেই এমন ধারা হঠাৎ হঠাৎ দুয়েক লাখে
হাজারে শ'য়েক ঘটে কিনা তাই সবাই তাদের দৈব ডাকে।
এরপরেও ইঞ্চিখানেক দ্বন্দ্ব যদি ভাগের শেষে তোমার অবশিষ্ট থাকে,
প্রেতেরা নয় বুঝব তুমিই, তুমিই আছ দ্বন্দ্বমুলক দুর্বিপাকে।
১৯৯০/০১/২১
No comments:
Post a Comment