Wednesday, January 26, 2011

প্রিয়তমা মোর সুন্দরীতমারে

প্রিয়তমা মোর সুন্দরীতমারে, সময় অসময়ের এই প্রার্থনায়
বলি শোনো, নিওনা ফিরায়ে
সে কৃপা দিনান্তে অবহেলায়
বিষ হেনে দিয়েছ যা চেয়ে দেখো আজ চোখের জলে অমৃতপ্রায়
আজন্ম প্রেমিক আমি
ডুবে আছি আজো অলৌকিক মুগ্ধতায়।

২০০৭/১০/০৭

No comments:

Post a Comment