Wednesday, January 26, 2011

প্রশ্ন

অগণিত রাত আমি কাটিয়েছি একা
নিস্পলক চেয়ে থেকে নক্ষত্রের দিকে,
এ’বাড়ির ছাদ বেয়ে চলে গেছে উড়ে
তারাদের আলো সব যখন ক্ষয়িষ্ণূ
অন্ধকার পার হয়ে ভোরের বেলায়,
ভেবেছি তখন আমি আকাশ প্রদীপ কেন
জ্বলে নিরন্তর জ্বলে অকারণ একা?

১৯৮৯/০২/০২

No comments:

Post a Comment