Sunday, January 9, 2011

আড়ি

পরিধেয় ফুলফুল
সাদা রঙা শাড়িতে
কনিষ্ঠ আংগুল
ক্রীড়াছলে পড়িতে,
মনে করে ভাবি এই
বসে থেকে গাড়িতে
আর মোটে কথা নেই
সাত দিন আড়িতে।।

No comments:

Post a Comment