Thursday, January 27, 2011

নিরবলম্ব জীবন

আমাদের অজ্ঞাতসারে যে প্রান

তার আবির্ভাবের প্রমাণ

রেখে গেছে অতিকায় আকারে

প্রবাহিত সড়ক ধরে

আমরা এই তুমি আর আমি যদি

ধরে নেই তার দেহ এক গর্ভলুপ্ত নদী

অন্তর্গত সমুদ্রের মন্থনে

উপসংহারে বলি সত্যকথনে

যখন চলেছি পথে আমরা স্থিত

আর এই সড়ক অনাদি প্রবাহিত।


এও কম নয় এই স্থিরায় পরিক্রমণ

অনন্ত ধারার কেন্দ্রে স্থির আসন।

হারিয়ে যাইনি স্রোতে; জাগি চর।

বেষ্টিত জল পাশে আর নীলান্ত অম্বর ।

সভ্য রাস্তা, ঘন বন, দৃশ্যপট আঁকা

নিসর্গ, ঝরনা ধারায় হঠাৎ উপত্যকা ।


খুটির প্রতীক জেগে আছি চরে

হারাইনি গলিপথে দাঁড়ার পাঁজরে

সড়কে অনন্ত শিরদাঁড়া প্রবাহিত

তুমি আর আমি আমরাই স্থিত

ধনুক নিঃসৃত তীক্ষাগ্র তীর সৌরকক্ষে

টঙ্কারে ফোটে দিগন্ত লক্ষ্যে

শুধু একাকী পর্বত প্রান্তে যেমন

সে আমাদেরই নিরবলম্ব জীবন।


১৯৯০/০৫/১৫

No comments:

Post a Comment