আমাদের অজ্ঞাতসারে যে প্রান
তার আবির্ভাবের প্রমাণ
রেখে গেছে অতিকায় আকারে
প্রবাহিত সড়ক ধরে
আমরা এই তুমি আর আমি যদি
ধরে নেই তার দেহ এক গর্ভলুপ্ত নদী
অন্তর্গত সমুদ্রের মন্থনে
উপসংহারে বলি সত্যকথনে
যখন চলেছি পথে আমরা স্থিত
আর এই সড়ক অনাদি প্রবাহিত।
এও কম নয় এই স্থিরায় পরিক্রমণ
অনন্ত ধারার কেন্দ্রে স্থির আসন।
হারিয়ে যাইনি স্রোতে; জাগি চর।
বেষ্টিত জল পাশে আর নীলান্ত অম্বর ।
সভ্য রাস্তা, ঘন বন, দৃশ্যপট আঁকা
নিসর্গ, ঝরনা ধারায় হঠাৎ উপত্যকা ।
খুটির প্রতীক জেগে আছি চরে
হারাইনি গলিপথে দাঁড়ার পাঁজরে
সড়কে অনন্ত শিরদাঁড়া প্রবাহিত
তুমি আর আমি আমরাই স্থিত
ধনুক নিঃসৃত তীক্ষাগ্র তীর সৌরকক্ষে
টঙ্কারে ফোটে দিগন্ত লক্ষ্যে
শুধু একাকী পর্বত প্রান্তে যেমন
সে আমাদেরই নিরবলম্ব জীবন।
১৯৯০/০৫/১৫
No comments:
Post a Comment