Sunday, January 9, 2011

ছড়া সব করে রব

লেখার কাগজ শেষে কলম থেমেছে
অবিন্যস্ত চিহ্ন শুধু শ্বেতাংশটি মুছে
তীক্ষ্ণাগ্র ফলার মত পাথরের সারি সব
স্থির দাড়িয়ে রয় - পরিত্যক্ত শব।

১৯৯০/০১/১৯

No comments:

Post a Comment