Monday, January 31, 2011

কখনোই না ফেরার জন্য

একদা প্রহর আসে দগ্ধ অপরাহ্ণে
যখন নদীর বাঁকে না ফেরার জন্যে
মনে হয় সঠিকতম সময় এই শেষ প্রহর।
নদীর ভিতরে ভিতরে যাই আরো দূর দূরতর।

এখন স্থলে উষ্ণায়নের বিপরীতে
মৃদুবর্ণ শুষ্কতা জমে ক্রমশঃ আসন্ন রাতে।
পাড়ি বরাবর প্রতিষ্টিত বৃক্ষছায়ায় চেতনার ঘুমন্ত
সারি। নির্ধারিত অথচ - এখানেই হবে যাত্রার অন্ত।

জল সহনীয়। সগতি টিকে থাকা তবুও উজানে
জল কাম্য। বিপরীতে অনাহূত সম্বোধন অবরোহনে।
জল ডাকে। অমোঘ আবর্তন। তবু এ’ অলীক অপরাহ্ণ
শ্রেষ্ঠ সময় ছিল কখনোই না ফেরার জন্য।

১৯৮৯ কোন এক সময়

No comments:

Post a Comment