পথের দুধারে বৃক্ষের আড়াল
তোমারে যে ঢাকে
এসেছো তো ঘুর পথে।
দু হাতে নামাও তীক্ষ্ণ আওয়াজে
বৃষ্টি তোমার তবে
আজকে ফেরার পথের পরে।
সব শেষ হলে এই অভিসার
আটকে যাবে
হবেনা যাওয়া।
এত যে ভয় - শেষ হল বুঝি
কাটল আধার
ভাঙ্গবে তখন।
হতে পারে আলো
সেতো মেঘে তবু
ঘনায় আধার
ছায়া তার ঐ চোখে
তোমার শরীর জুড়ে।
কম্প্রকণ্ঠে বলো
সময় শেষের ঘণ্টা
ছাড়াই বাড়ল আজ
মিলন বেলা অনন্তকাল।
১৯৮৯/০৪/১৫
No comments:
Post a Comment