Wednesday, January 26, 2011

শীতের বিকেলে এই

জীবন খুজতে চলেছি আমরা
মৃত পাতাদের মাঝে,
শীত বিকেলের শেষ রোদটুকু নিয়ে
অগ্নিপিণ্ড জ্বালাবো বিশাল।

চারিদিকে ঝরা পাতা
সহস্র বর্ষণে তবুও ভাঙ্গেনা ঘুম।
জীবন্ত পায়ের ধ্বনি আমাদের
ধমনীতে ভরে দেবে লালস্রোত
এইসব অসবুজ দেহ বৃক্ষদের।

বেরিয়েছি নক্ষত্রর খোজে
যে নক্ষত্র নিভে যায় নিংসঙ্গ বিফলতা
আর প্রয়োজনহীন কৃষ্ণতায়।
শেষ দীপ্তিটুকু তার
এনে দেব হলুদ পাতায়।
এবং ধুসর বৃক্ষের শেকড়ে।
নিজ হাতে প্রান দেব
ধমনীর রক্তস্রোতে
তারপর জ্বেলে দেব
মৃত্যুহীন অগ্নি।

দাবানলে জ্বলে উঠলেই বনভূমি
অন্ধকারের ভেতর
প্রমানিত হবে
কি প্রচণ্ড শক্তি ছিল
এইসব মৃতদের।
ছাইরঙা দেহ থেকে
খুজে নেব
যেমন চেয়েছি
তেমনি জীবন।
যদি চাও
তুমিও আসতে পার
আমরা অনেক হব
শীতের বিকেলে এই।

১৯৮৯/০২/২৩

No comments:

Post a Comment